হাত কাটেনি ঠোঁট ফেটেছে বরং,
শীতের নেশায় বিপ্লবী এক কারণ,
মন ভাঙেনি, মেঘ ভেঙেছে হৃদয়,
জল জমেনি,এক বিন্দুও যেথায়।
শিল্প গড়ে শিল্পী ভাঙে রোজই।
আলগা ঠোকর একটু লাগে যদি,
এক মাঘেতেই শীত পেরোলে কেন?
মাস পেরোলেই সব মেটে না যেন।।
©Mampi Mallick
হাত কাটেনি ঠোঁট ফেটেছে বরং,
শীতের নেশায় বিপ্লবী এক কারণ,
মন ভাঙেনি, মেঘ ভেঙেছে হৃদয়,
জল জমেনি,এক বিন্দুও যেথায়।
শিল্প গড়ে শিল্পী ভাঙে রোজই।
আলগা ঠোকর একটু লাগে যদি,
এক মাঘেতেই শীত পেরোলে কেন?
মাস পেরোলেই সব মেটে না যেন।।
©Mampi Mallick
0 মন্তব্যসমূহ