সময়ের জন্য

 মেঘ করছে, জট পাকানো দেহ,

বিছানায় চা দিয়েছো, গঙ্গা জলের স্নেহ,

তুমি এটুকু রেখে দিও, মেঘমল্লারের গান,

উপহারে রেখেছি গাছের দেহে প্রাণ।

তুমি বরং শূন্য এঁকে দিও,

কেন্দ্র হবে নামটি তোমার প্রিয়।

এক যুগেই শেষ হয়েছে সহস্র মহাদেশ,

মহামারীর পরেও যেন ভালোবাসার রেশ।।

©মাম্পি মল্লিক


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ