সহস্রবার বাঁচা মরা

বাংলা কবিতা: সহস্রবার বাঁচা মরা

বাংলা কবিতা সহস্রবার বাঁচা মরা


যা কিছু যত্ন করে সাজাই,তাই 
উড়ে যায়,প্রচন্ড হাওয়ায় ,
কূল পাই না,পাই না কোনো দিশা।
অবেলায় ভাত খাওয়ার মতোই 
এও যেন তীব্র কোনো নেশা।
বাতাসে ছাই ওড়ে,
ওড়ে সম্পর্কের ভগ্নাবশেষ,
মাটির উপর শুয়ে থাকি,
মনে হয়, নিজেকে
আবর্জনার অবশেষ।
তুফান ওঠে, শুকনো ঠোঁটে,
পাঁজর ভাঙে হাজারও ভাগে,
লক্ষ কথা অলক্ষ্যে রয়,
বলতে গেলেও তো,
কাউকে লাগে।
যায় না বলা,
যায় না বোঝা,
বোবার মতোই নির্বিকার,
সময়টুকু নিভিয়ে দিলেই,
চারিদিকে অন্ধকার।
মেঘ জমে প্রায়ই বৃষ্টি পড়ে,
চোখের ওপর জলের দাগ,
রাতের শহর পাশ ফিরে যায়,
আমিই একা তীর্থের কাক।
মুখ লুকিয়ে কাঁদছি জানি,
সামলে নিতে হয় তবু,
ভিতরটুকু ক্ষত শত,
আঁকড়ে ধরার জায়গা নেই।
রোজ ভেঙে যাই
সহস্রোবার, ফ্যালফেলিয়ে
চোখ মুছি,ক্লান্তিমাখা
বেঁচে থাকা,খুব যে সহজ 
নয় বুঝি।

©মাম্পি মল্লিক


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ