ত্রিকোণ

বাংলা কবিতা: ত্রিকোণ

বাংলা কবিতা ত্রিকোণ


মেঘ,সমুদ্র আর আমি এক বাড়িতেই থাকি,

জানালা দিয়ে মুখ বাড়িয়ে উঁকি দিয়েও ডাকি।

গর্জে ওঠা, ধাক্কা দেওয়া এসব  তাঁদের স্বভাব,

মাঝ রাস্তায় দাঁড়িয়ে থেকে বুঝিনা কীসের অভাব!

হাসতে চেয়ে কাঁদতে থাকা, গুমড়ে মরা রোজ,

তারপরে এক বিপর্যয় বিধস্ত, নিখোঁজ।

হিংসা লেখার জলসাঘরে বিনিদ্র রাত-দিন।

পাঁচটা-ছ'টায় হয়েছে শুরু, শেষ হতে প্রায় তিন!

মেঘ-সমুদ্র আর আমি এই তিন নিয়ে সংসার,

দরজা বন্ধ, জানালাটুকুও ভীষণরকম দরকার।


©মাম্পি মল্লিক



শীত-কাতুরে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ