বাংলা কবিতা: খুব সম্ভবত
বাড়ি ফেরার পথ খুঁজে যায়,
ছেঁড়া ছায়া আর পালতোলা নৌকায়,
কালো মেঘ শুধু জট পাকানো,
ভাঙা মন কুড়ানো,ধূ-ধূ রাস্তায় ।
বাড়ি ফিরি, অফিসের নামে,
অফিস যাই বাড়ির তাগিদেই,
তুমি যেই ভালোবাসা পেয়েছো,
চেনা পাড়ায় অপরিচিত নিজেই।
কথা বলার লোকের বড়োই অভাব,
এই সিলিং-এ কিংবা পাশের ফ্ল্যাটে,
গুমড়ে মরা আমার প্রিয় স্বভাব,
বালিশ মুখে কিংবা প্রচন্ড যানজটে।
কোমর ভাঙুক কিংবা শিরদাঁড়া,
ঘাড়ের উপর মুণ্ডুখানি থাক,
বুকের মধ্যে সিন্দুক লুকিয়ে,
শহর ছেড়ে পালিয়ে যাওয়া যাক।
আমার নাগাল নাই বা পেলে আর,
দ্বিগুন স্বরে আর্তনাদ বা চিৎকার,
কোনটাই বা রোজকার মতো?
সময় এগোয় ঠিক 'তোমাদেরই মতো'!
©মাম্পি মল্লিক
আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:
0 মন্তব্যসমূহ