বাংলা কবিতা: সমুদ্র-কথন
সমুদ্র আমার বরাবরেরই প্ৰিয়,
একটা খামখেয়ালিভাব খেলা করে,
হাসে হাঁটে আবার কথাও বলে,
ছুঁয়ে পালিয়ে যায় ঢেউ-এর টিম,
শুধু একরাশ আনন্দ পাড়জুড়ে,
হ্যাঁ, সমুদ্র আমার বরাবরই প্ৰিয়।
খুব ব্যথা লেগে, কালশিটে দাগেরও
সমুদ্রের নোনাটুকু ভালো লাগে,
বিষাদ যদি নোনতা হয়ে হাসে,
তবে, আমিও সমুদ্রের নোনা
তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে যাবো
আজন্ম।।
©মাম্পি মল্লিক
আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:
0 মন্তব্যসমূহ