ইচ্ছে হয়েছে এমনই

বাংলা কবিতা: ইচ্ছে হয়েছে এমনই

বাংলা কবিতা ইচ্ছে হয়েছে এমনই


জলের দাগ বেড়ে চলে, 

নদীর চিহ্ন নেই।  

গতির মান শূন্য হলে,

জলের তলায় দেশ।

পাতায় পাতায় শিহরনের শব্দ।

আলোর নাচে মুগ্ধ আমি-তুমি, 

শহর যখন কৃষ্ণচূড়া সাজায়।

আলোকবর্ষ হয় অনুভূমিক।

মাথার ভিতর একশো রাজার দেশ,

রাজতন্ত্র নাই বা হলো শেষ।

দিনের শেষে আলতো একটা স্পর্শে,

সারাদিনের দুঃখ নিরুদ্দেশ।


©মাম্পি মল্লিক



আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:

সমুদ্র-কথন

সংশোধন  (পর্ব-২)

অদ্ভুত

দিন-দুপুর

এ এক অন্য অসুখ

কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলী

এমনিই

সময় মাফিক

সহজাত পাপী

প্রলাপ

বর্ষাতিহীন বর্ষাকাল

লেখাও হয় বোধ হয় স্বপ্নে

এ জীবন, সে জীবন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ