বাংলা গল্প-সংশোধন
নিজের চেষ্টায়, মাধ্যমিকের সময় থেকেই নিজের থেকে ছোট বাচ্চাদের পড়িয়ে, নিজের হাতখরচ, পড়াশোনা সবটাই নিজে করতো সে| এই বছর কুড়ির জীবনে অনেক ওঠা-পড়া দেখেছে সে, তাই কোনোদিন সে নিজের জীবনকে অন্য পাঁচ জনের মতো করে ভাবেনি।
আজও ঠিক সেইরকমই এক পরিস্থিতি উপস্থিত তাঁর জীবনে।
পাড়ায় একটি কোচিং-এ ক্লাস ইলেভেন থেকে পড়ছে দীঘি, আর্টসের সবকটা বিষয়, একজনই পড়ায় সুরজিৎ দা। সুরজিৎ বাগচী , পেশায় গৃহশিক্ষক, প্রতিদিনই তাঁর কাছে প্রায় চার থেকে পাঁচটা স্টুডেন্ট ব্যাচ পড়তে আসে।
সারাদিন -এর পড়ানো শেষ হলে সে নিজের পড়াশোনায় মন দেয়। বছর আঠাশ -এর সুরজিৎ বর্তমানে একটি সরকারী কলেজের প্রফেসর হিসেবে নিযুক্ত হয়েছে আগামী দুইদিন -এর মধ্যেই তাঁর ট্রেন।কলেজ দুর্গাপুরে তাই কোচিং-এর গেটে আজীবনের মত তালা পরেছে বিগত এক সপ্তাহ আগেই। তাই, দীঘির মন ভালো নেই, সে ভাবছে তাঁর তো সুরজিৎ দা-র এই সাফল্যে খুশি হওয়া উচিত, তবে তাঁর এমন মন খারাপ করছে কেন?কিছুতেই ভেবে পায়না সে। দুপুর বেলায় দীঘির মা দীঘিকে খেতে ডাকে, খেতে বসে দীঘির মা দেখে দীঘির মুখ বিষণ্ন, মা জিজ্ঞাসা করলে দীঘি জানায় যে তাঁর কিছুই হয়নি।এই বলে সে কোনোক্রমে খাওয়া শেষ করে দৌড়ে ঘর থেকে বেড়িয়ে যায়, দীঘির মা অবাক হয়ে দেখতে থাকে তাঁর মুখ থেকে মেয়ের নামটুকু উচ্চারিত হতে পারে না, তাঁর আগেই দীঘি ছুট দেয় .....
(গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই প্রকাশিত হবে)
©মাম্পি মল্লিক
আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:
0 মন্তব্যসমূহ