বাংলা কবিতা: শূন্য শুধু শূন্য আঁকা যায়
আজ শূন্য বড় কর্তার মতো,
এদিক-সেদিক উঁকি দিয়ে চলে, জীবনের।
ফাটা ছাদের নীচে কটা মানুষ মরা-বাঁচার,
হিসেব কষে রাখে খাতায়।
শূন্য ছাড়া অঙ্ক যে মূল্যহীন।
রোজ সন্ধ্যে হলে একটা দিব্যশক্তি মন্ত্রবলে,
আমি নিজে হাতে সেই শূন্য আঁকি।
অনাবৃত এক বৃহৎ বৃত্ত, যাতে
সৃষ্টির সবটুকু দুঃখ আবর্তিত হয়।
একা একটুকরো জমির উপর শুয়ে
চাঁদ দেখা যায়,কিন্ত রাত থেমে যায় না।
কবিতার মতো মানুষও দুঃখযাপন করে,
চাঁদের আলোয়, ছাদের মায়ায়।
©মাম্পি মল্লিক
আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:
0 মন্তব্যসমূহ