দিন-দুপুর

বাংলা কবিতা: দিন-দুপুর

বাংলা কবিতা দিন-দুপুর


পায়ের কাছে একটা গভীর খাদ,

একটা গভীর খাদ পায়ের কাছে।

ত্রিকাল ভেঙে শেষটা মহাকাল,

একটা মহাকাল, জেগেই আছে।

অশনি পায়,সাংকেতিক এক ছাপ।

একটা সংকেত লেগেই  থাকে।

অশরীরীদের হলদেটে উত্তাপ,

একটা উত্তাপ ঠোঁটের বাঁকে।


গলার নীচে বোতাম খোলা বুক,

নিমগ্ন সে , ঘোর কোনো অসুখ।

হাতের ভিতর কাটাকুটি সব,

আরোগ্যতা শহরের গায়ে মিশুক।

আমি, তুমি কয়েকশো যুগ পাড়,

নদীর তলায় পুরোনো সংসার,

ঘরেই তখন শ্যাওলা, টগর, মেঘ।

সেই মেঘেতেই বৃষ্টি জমুক আবার।।


©মাম্পি মল্লিক



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ