শেষবারের জন্য

বাংলা কবিতা: শেষবারের জন্য

বাংলা কবিতা শেষবারের জন্য


এখনও ঘুম ভাঙেনি,

রাতের গোঙানির সুর,

কানে কিংবা চুলে জড়ানো।

শেষবারের মতই মুখটুকু মনে আছে।

খবরে কিংবা কাগজে আজও,

জেগে আছে সোনালি স্বপ্নরা।।

আজও শরীরে নদীর বয়ে যাওয়া,

আঙুলে নিস্তব্ধতা।।

ঝোড়ো হাওয়া, জরুরী তলব,

অভিমুখে বসে আছে 

কোনো এক পাগল কিংবা প্রেমিকের

দুঃস্বপ্ন।।


©মাম্পি মল্লিক



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ