সময় মাফিক

বাংলা কবিতা: সময় মাফিক

 

বাংলা কবিতা সময় মাফিক

সময়ের দাম ঠিক কত দিতে পারেন?

কত দিলে লাভ আর ক্ষতির সামঞ্জস্য হবে,
টাকা আছে ভেসে, শহরের পথে-ঘাটে,
হন্যে হয়ে ছুটেছে সকলে,
আলো কিংবা অন্ধকারের মধ্যেই,
ছোট-বড় পথ-ঘাট, হৈচৈ-নিস্তব্ধ,
মানুষ বিক্রি করছে রকমারি আয়োজন।
তাতেই ক্রেতারা ছুটে ছুটে আসছে।
বামদিক, ডানদিক দিশেহারা,
অল্পেতে মিটতেই চায় না কোনো জ্বালা।
শুধু দিকে দিকে বিক্রি হয়ে যায়,
সহস্রাধিক সফল কিংবা বিফল মানুষ।।
কটা দিন যাক,মুখস্ত নাট্য সংলাপে,
মঙ্গল হলে কবিতা লিখতে পারি,
সময়ের সঠিক দামে, দেখি
যদি স্বাধীনতা- কে ফিরিয়ে আনতে পারি।।

©মাম্পি


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ