সহজাত পাপী

বাংলা কবিতা: সহজাত পাপী

বাংলা কবিতা সহজাত পাপী


 জল আর আগুন এই তো কারবার,

হ্রসি-কার বাদে ভালোবাসার অর্থ,

এইসব বাদে যখনই অনর্থক কিছু,

গায়ে লেগে যায়, তা সহজেই 

মিশে যায় পাপের দলে।।

পাপ একদিন-দুদিন থেকে,

প্রতিদিনকার অভ্যেস হয়ে মিশে যায়

রক্তে,আর কোনো এক ঋতুতে

হয়তো আমার হয়ে উঠি,

সহজাত পাপী।।

 

©মাম্পি মল্লিক

 

আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:

লেখাও হয় বোধ হয় স্বপ্নে

এ জীবন, সে জীবন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ