বাংলা কবিতা: শুধুই তোমার নামে
মধ্যবিত্ত , শূন্য উপত্যকা,
অশ্রুসিক্ত নম্র ছবি আঁকা,
মানুষ রঙা বিবর্ণতার চোখে,
ভাটা নাকি জোয়ার পানে ছোটে।
একূল-ওকূল দুকূল নগর ভাসে,
জোয়ার কি আর অসময়ে আসে?
তুলোর নরম ছোঁয়ার চেয়েও বেশি,
হাড়ের কঠিন ঢাকে মাংসপেশী।
ধূলোর চেয়েও বালির মরম পোড়া,
কাতরতায় কাঁদছে কেমন ওরা,
শেষের চিঠি পুরে দিয়ে খামে,
পাঠাচ্ছি আজ শুধুই তোমার নামে।
©মাম্পি মল্লিক
আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:
0 মন্তব্যসমূহ