বাংলা কবিতা: লেখাও হয় বোধ হয় স্বপ্নে
মুহূর্তে মিলিয়ে যায় সব,
দাঁড়ি-গোঁফ ধরা দেয় ঠোঁটের কবলে,
রাতের ভাঁজে, যে দাগ দেখা যায়।
তা , কেবলই নড়াচড়া করে,
অন্ধকার, চারিদিক, ঝি-ঝি পোকাগুলো বাদে,
সকলেই ঘুমিয়ে আছে ।
শরীরে এক আকাশ স্বপ্ন নিয়ে।
আমিও চোখ বন্ধ রেখেছি,
স্বপ্নের আকাশে দাঁড়ি-গোঁফ-ঠোঁট,
ছিঃ, রক্ত-বমি হয়ে মরে যেতে ইচ্ছে করে।
চোখ খুলতে পারিনা ভয়ে,
নৃশংসতা আমাকে এভাবে গ্রাস
করবে ভাবিনি! ভাবিনি যে,
আকাশের নীচে আর মাটির উপরে,
অবস্থান করাটা এত কঠিন হবে,
যে-কদিন স্বপ্ন দেখিনি,
আপনজনদের মুখের সবটুকু ছিলো
ভীষণরকম আমার, আজ তাঁরাও
কেবল আমার স্বপ্নে ,
দূর থেকে চেয়ে দেখে আর
কথা বলে, কাছে আসে না।
ভালোবাসে না।।
স্বপ্নের ভুল-ঠিক ছবির মতই,
আলোতে-অন্ধকারে চলা-ফেরা করে,
আর হেসে চলে যায়।।
©মাম্পি মল্লিক
আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:
0 মন্তব্যসমূহ