এ জীবন, সে জীবন

বাংলা কবিতা: এ জীবন, সে জীবন

বাংলা কবিতা এ জীবন, সে জীবন


আছি কি না জানি না,

ল্যাং মেরেছে জীবন,

মুখ থুবড়ে পড়েছি,

কাদা ছুঁড়েছে শ্রাবণ।

বুকের মধ্যে খোঁচা হয়,

মুখের যত ধোঁয়া,

জীবন যত পচে যায়,

মেরুদন্ড যায় না ছোঁয়া।

কালশিটে জমে শরীরে,

মুখে ধরা দেয় বিষাদ,

বয়সের দিকে ঝুঁকে থাকে,

পুরোনো যত অবসাদ।।

আমি হারিয়েছি আমি-কে,

যে ক'দিনের ব্যবধানে,

বিধাতা রেখেছেন লুকিয়ে,

জরা জীবনের কোনোখানে।

মাটিতে মিশিয়ে নীল,

না হয় আর একটিবার দিও।

হারানো আমি-কে প্রায়শই,

একলা রাখাই শ্রেয়।

যে জীবন পচেছে, গলেছে,

তাঁতেও প্রিয়জনদের আগলাই,

বোধ হয় দুর্গন্ধটাই সত্যি হয়,

আর আগলে যাওয়া বৃথাই।

সময় হয় বৃদ্ধ আর,

মানুষ হয় খুন,

পচে যাওয়া জীবনে,

এবারে ধরলো বোধ হয় ঘুন।।


©মাম্পি মল্লিক


আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:

প্রলাপ

দুশ্চিন্তা

বৃষ্টি হোক




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ