বাংলা কবিতা: বর্ষাতিহীন বর্ষাকাল
বোধ করি,একপক্ষকাল -এরও বেশি,
নিঃশ্বাস আর সতেজতা অনুভূত হচ্ছে না,
মৃদু-মৃদু গতিতে উদাসীনতা এসে গ্রাস
করেছে, মস্তিস্কের শিরা-উপশিরা,
আদি-অনন্ত যেন ভাসমান বন্যার কবলে।
আমি যেন রক্তে ভেসে আছি,
আপনজনেদের ছুঁড়ে দেওয়া অপমান,
সেই রক্তের রং-কে আরও বেশি ভয়ানক করেছে।
আমি বেঁচে আছি, তাগিদের অভাব,
দারুন জ্বর আরও কিছু না-পাওয়াদের সঙ্গী করে।
ভরসার হাতে হাত রেখে দাঁড়ানো কিছু সময়,
সেসব দারুন , যেন কাল্পনিক।
ছন্দ-সুর-লয় সবটা যেন নিজস্ব,
ক্ষণিক- এই মুহূর্তরা ভীষণই ক্ষনিকের।
নিরুপায় বৃষ্টির ফোঁটায় মিশে যায়,
ইচ্ছে-অনিচ্ছে ; ইতিহাস-পরিহাস।
খুঁজেও পাওয়া যায় নি যা,
তবে তা হতে পারে কাল্পনিক কিংবা সাংঘাতিক।।
©মাম্পি মল্লিক
আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:
0 মন্তব্যসমূহ