বাংলা কবিতা: আগাছার মত
শুয়ে আছি, বুকের উপর পাহাড়,
ভিজে মাটির ওপর, শুয়ে আছি,
নীল আর সবুজ রঙা দিনের ওপর ,
একটা আগাছার মত শুয়ে আছি।
মাঝে মধ্যে বইছে হাওয়া,
সামাল দিচ্ছি পাগল ঝড় ,
হাওয়ার পন্থী, মানুষ যারা,
তাঁদের অটল থাকছে ঘর।
মেঝের ওপর, গলার কাছে,
আটকা পড়ুক নীলচে নদ,
গায়ের উপর জমুক শ্যাওলা,
বৃষ্টি ভিজুক শুকনো হ্রদ।
ভয়ের নিনাদ, ঢাক পেটালে,
আঁকড়ে ধরার বুক খুঁজি।
তুমিই আমায় সাহস দিলে,
আগাছা আর নই বুঝি।
©মাম্পি মল্লিক
আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:
0 মন্তব্যসমূহ