যা কিছু অগোছালো

বাংলা কবিতা: যা কিছু অগোছালো

বাংলা কবিতা যা কিছু অগোছালো


বিস্তীর্ন একলা মাটির উপরে শরীর,

ঢাকছে শহর গলির উপাখ্যান।

ইতিহাসের গায়ে যে দাগ লেগে থাকে,

বাউল বলে সে সময়েরই গান।

হিংসা, যেন আলোর চেয়েও তীব্র,

শহর, বাড়ি, তুফানও ছারখার।

জলের ছিটে দাগ ফেলেনি সেথা,

অনুভূতির দহন যে কখন কার।।

উথাল-পাথাল কোমর সমান ঢেউ,

বানের জল ঝাঁপিয়ে পড়েই শেষ,

আমার কলম রঙের চেয়ে বেশি,

পালিয়ে বেড়ায় কালো-সাদার দেশ।

আজ আমি অর্থনীতির যুগে,

এদিক - সেদিক হওয়ার কথা বলি,

সময় বড়ই দুঃসাহসী বোধ হয়,

বকুলই যত কথা শোনে অলির।।


©মাম্পি মল্লিক


আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:

শুধুই তোমার নামে

হাওয়া নাম দিয়েছি ইচ্ছের


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ