কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলী

বাংলা কবিতা: কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলী

বাংলা কবিতা-কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলী


 সাহিত্য প্রেমে ভরপুর দেহ-মন,

বর্ষাতি থেকে শুরু করে কাশবন,

পুরাতন থেকে আধুনিক সবটুকু যেন ঠিক,

অনুভূতিদের কত-শত মেলে দিলেন আঙ্গিক।

বৈশাখ ছুঁয়ে চিরসবুজ এই জন,

প্রেম যেন ধ্রুবকে, কৈশোর, যৌবন।

মানুষে, হৃদয়ে মিলে গড়েছেন ইহকাল,

'অচলায়তন' জুড়ে যেন কেটে গেছে বাল্যকাল।

সম্মান ফিরিয়ে, 'নাইট' ত্যাগে অগ্রণী,

নোবেল অধিকারী প্রথম ছিলেন তিনি।

যে নামে বিশ্ব-জুড়ে জোড় করে দুই হাত,

আজ তারই জন্মতিথি, আমাদের "রবীন্দ্রনাথ"||


©মাম্পি মল্লিক


আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ