মানুষে-মৃত্যুতে

বাংলা কবিতা: মানুষে-মৃত্যুতে

বাংলা কবিতা-মানুষে-মৃত্যুতে


আজ যেভাবে মৃত্যুর সাথে বাস করি,

তা যেন অকল্পনীয়, কেউ আহ্বান

করেছিলো বা করেনি।তবে এই দীর্ঘস্থায়ীত্বের

কারণ? প্রশ্ন ওঠে। প্রশ্ন করি।

শুধু উত্তর আসে না কোনো।

মৃত্যু কখনো হেসে, কখনো বা

প্রচন্ড রুদ্ররূপে জাপটে ধরে শরীর।

ক্ষয়ে যায় একে একে অঙ্গ-প্রত্যঙ্গ।

বেহুলার গাঙের মতই, সাইরেন বাজিয়ে ছুটে যায় গাড়ি।

মাটির ভিতর থেকে ফুঁড়ে বেরিয়ে আসতে চায়, চাপাকান্না।

দীর্ঘদিনের অসুখ, আর ক্ষয়িষ্ণু শরীর

নিয়ে পৃথিবী শুয়ে থাকে।

আজ মৃত্যু রুখতে সে নিজেও অপারগ।


©মাম্পি মল্লিক


আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:

পাপে ও অজুহাতে


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ