বাংলা কবিতা: পাপে ও অজুহাতে
আমি থেমে গিয়ে দেখেছি বহুবার,
পাহাড় হোক বা কৃষ্ণচূড়া, বহুতল
হতে সবটাই বহু দূরে।
ছাদের নাভিতে শুকিয়ে যায়,
যেসব কবিতা,আমি তাঁদের
দু'হাতে পুড়িয়ে ফেলি।
এখন প্রশ্ন শুকিয়ে যাওয়াদের,
পুড়িয়ে ফেলার কি দরকার?
দরকার আছে বৈ কি!
প্রেমিকের অজুহাত যতবার সত্যি
অভিনয় করেছিলো, ঠিক ততবারই ,
হয়েছে ছোঁয়া।ভিজেছে রাতের ঠোঁট,
আর বুকের লাল রঙের তিলটা।
আগুন ছুঁয়ে, পাপ জ্বলিয়েছি,
সিক্ত শরীরময় তখন ধোঁয়া,
এমনই কিছু পাপ পোড়াবার তাগিদ,
আমায় বলে দেয় বারবার,
শুকিয়ে গেলেও পুড়িয়ে ফেলা ভালো।।
©মাম্পি মল্লিক
আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:
0 মন্তব্যসমূহ