বিরহ লেগে আছে

বিরহ লেগে আছে

বাংলা কবিতা-বিরহ লেগে আছে


নষ্ট একটা দিনের মত অনেকটা,

তোমার অনুপস্থিতি।

জৈব একটা অস্ত্রের মতো ঠিক,

তোমার অবজ্ঞার ভাষা।

পচা একটা দুর্গন্ধের মতই 

যেন তোমার ফিরে না আসা।

আর নিঃস্ব একটা দুঃখের মতই,

এই বিরহ।।


এই তো কটা দিন মাত্র। মারণরোগ- এর আবির্ভাব হলো। তার আগেই যে মরে গেছি। কোনো এক মুগ্ধতায় বশীভূত হয়ে। আমার শরীর, মন আজ মৃত বলেই স্বীকৃত হয়েছে।যে কথাদের ঠিকানা পাওয়া যায়নি তাঁদের গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া গেছে। কতদিন হলো? কেউ জানে না। আজও, বিরহ লেগে আছে তাই আমাদের শহরে।।


©মাম্পি মল্লিক


আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ