বাংলা কবিতা: স্মৃতি থেকে রীতি
শরীর ভেঙে শিলালিপি গড়ে,
মাথার নীচে রামধনু পেতেছি,
ছাতিম ফুলের আলগা সুবাস পেলে,
ইঁটের শহর পেরিয়েও হেঁটেছি।
একার মতো দিন ফুরিয়ে গেলে,
কোলের কাছে মন-ভরানো হাসি,
ক্ষয়িষ্ণু এই আয়ুর কবলে,
যুগান্তরের ধারক হয়ে আসি।
ফিরি যখন ট্রামলাইনের ধারে,
কংক্রিট আর জলছবিদের ভিড়ে,
বন্ধু নামের এক পৃথিবী আঁকা,
পরিচিত সেই গঙ্গা নদীর তীরে।
ফড়িং ওড়ে ঘুড়ির সুতো ছুঁয়ে,
পাড়া-বাড়ি-উঠোন জুড়ে স্মৃতি,
শহর জীবন দীর্ঘ দিনের দর্শন,
বাঁচাতে চাওয়া অক্ষত এক রীতি।।
©মাম্পি মল্লিক
আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:
0 মন্তব্যসমূহ