বাংলা কবিতা: বৃষ্টি হোক
বৃষ্টি এলো সারা শহর জুড়ে,
ঠান্ডা হাওয়ায় গিয়েছে হৃদয় পুড়ে,
ছাদের বুকে ঝমঝমিয়ে আসে,
নিয়নের নীচে গোটা রাস্তা ফ্যাকাসে।
পাহাড় ভেঙে মাটিতে মেশানো,
বুকের পাঁজর রয়েছে সাজানো
এমন দিনে আকাশও দিওয়ানা,
চোখ ছুঁয়ে থাক রঙিন শামিয়ানা।
বর্ষা থেকে বৃষ্টি চুরি করি,
তোমার নামেই সহস্রবার মরি।
গলার কাছে একদলা পিপাসা,
জেনেছে কোন মন-কেমনের ভাষা।
কবিতাদের সামলে রাখি বেজায়,
কি জানি বৃষ্টি কখন কাকে ভেজায়!
©মাম্পি মল্লিক
আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:
0 মন্তব্যসমূহ