মাদার্স ডে
মাদার্স ডে বলে আলাদা কোনো দিন হয় আদৌ?
মানে তাও কি সম্ভব?আমার মনে হয় না। মায়ের আত্মজা হিসেবে আমার মনে হয়, পৃথিবীর বুকে যে 'মা' - এর কোল আঁকড়ে এসেছি, যেই মা-কে প্রতিটা মুহূর্তে ভরসা করে চলেছি। দুই হাতে আঁকড়ে রেখেছি, প্রবল আনন্দে কিংবা জ্বরের ঘোরে। মা এবং সন্তানের এমনই সম্পর্কের জোড়েই বোধ হয় আজও পৃথিবীকে 'মা' হিসেবেই গণ্য করা হয়। ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, বন্ধুত্ব কত কিছুই না থাকে মা এবং সন্তানের সম্পর্কে।
'মা' - কে নিয়ে বলা বা লেখা কোনোটারই বোধ হয় শেষ হয় না, অন্তত আমার কাছে, তবে সবশেষে বলি এইটুকুই,মায়েরা ভালো থাক আজীবন, মায়েদের ভালো রাখি আমরা, এটা শুধু কর্তব্যই নয়, এ যেন এক সন্তানের অধিকার এবং বেঁচে থাকার অন্যতম কারন হয়ে ওঠে।।
©মাম্পি মল্লিক
আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:
0 মন্তব্যসমূহ