মুহূর্ত চুপ

বাংলা কবিতা: মুহূর্ত চুপ

Bengali Poem


আজ এমনই ধূসর সময়,
স্পর্শে বা নিঃশ্বাসে,
ভরসাটুকু দূরত্বে আর
মুখোশে মুখ ঢাকে!

আজ প্রিয় মুখেদের থেকে দূরে,
ভালোবাসায় নিকোনো হয় না উঠোন।
আমি কি দেবো,যা পেলে,
শান্ত হবে এ অস্থির সময়।

মৃত্যু গুনি কেবল, সাঁঝে
কিংবা ভোর বেলায়,
হঠাৎ-হঠাৎ মনে হয়,
শেষ হয়ে গেলাম।

জলে বা জীবে নেই প্রাণ,
মানুষ বেড়েছে বড় অভিশাপের মত,
তাই, আজ ঈশ্বর
করেছেন 'অসময়' প্রতিদান।।

©মাম্পি মল্লিক


আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ