বাংলা কবিতা: আমার কথা বলেছে যারা
কলম চলে খালি কথা বলে না,
আমি শুনেছি, শতাব্দী জুড়ে,
একই টিটকিরি মানুষের নাকি পাঠকদের?
ভালোবাসা পেয়ে-চেয়ে, সমাগমে
অপমান। কালিমাটা রয়ে গেলো,
হয়ে জমা অভিমান।
একদিকে সম্মান, ভালোবাসা প্রাপ্তি।
পাঠকের জানানো অনুভূতি সবটি।
আনাগোনা, জানাশোনা মানুষে আর কবিতায়।
মন্দতে, ভালোতে মিশে যায় অভিনয়,
যে-ভাবে, যে চলে যাবে,
ছিঁড়ে যাবে, জোড়া তার।
কবিতায় মিশিয়ে তাঁকে
রেখে দেবো বারেবার।।
©মাম্পি মল্লিক
আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:
0 মন্তব্যসমূহ