এক-মুঠো স্বস্তি

বাংলা কবিতা: এক-মুঠো স্বস্তি

বাংলা কবিতা



আবার দেখা হলো আকাশের সাথে,
মায়াবী পৃথিবীর, মাধ্যম হয়েছে এইবার,
আমার চোখ, ঘরের জানালা দিয়েছিলো আমাকে,
 কয়েকটা টুকরো টুকরো আকাশ,
আমি নিই নি,শুধু কয়েকবার তাকিয়েছিলাম।
জানালার শিকগুলো যেন এক-একটা আস্ত ছুরি।
লম্বালম্বিতে কেটে ফেলেছে ওই একফালি আকাশকে, মাঝে-মধ্যে ক'টা পোকা ঝাঁকে ঝাঁকে,
উড়ে আসছে, আকাশের পথে সমান্তরাল ভাবে,
জলে আর জীবনে প্রায় লাঠালাঠি চলছে,
আকাশ-কে ছুঁয়ে ফেলার অভিপ্রায় যেন তুঙ্গে।
পরিকল্পনায় সায় দেয়, শহুরে অলি-গলি।
 
 
এভাবে কদিন আকাশ ছুঁয়ে থাকতে হবে
পৃথিবীকেও আমার দু'চোখ দিয়ে।।
 
©মাম্পি মল্লিক


আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ