এ এক অন্য অসুখ

বাংলা কবিতা: এ এক অন্য অসুখ

Bengali Poems


রক্তাল্পতা এক ভয়ানক অসুখ,

 অসুখের তালিকার সকলেই তাঁকে এগিয়ে রেখেছে, 

জানিয়েছে কুর্নিশ, জানিয়েছে প্রণাম।

তবে অর্থল্পতাও কি অসুখ নয়?

সে-ও তো সম্মানের দাবি রাখে!

আশা করে অসুখদের তালিকায়,

যথাযোগ্য মর্যাদা পাবে।

সমাজ কি বলছে? অর্থল্পতাকে 

নিয়ে কি করবে?

অসুখদের তালিকায় সামিল করবে,

নাকি হতাশাজনক মুকভঙ্গির দ্বারা 

এড়িয়ে যাবে প্রতিদিনের মতো?

মহামারির কবল থেকে রক্ষা পেতে;

প্রতিষেধকের খোঁজ চলেছে,

অর্থল্পতাকে মুছে ফেলতে প্রতিষেধক

আসুক,আনা হোক, অর্থনীতির কোনো এক,

উন্মোচিত  দিগন্ত ।

অসুখেরা মুছে যাক নব-আঙ্গিকে,

নব-কিরণে, নব-সমাগমে।।


©মাম্পি মল্লিক


আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:

আলোকরেখায় দুঃখ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ