মন খারাপের ছবি

বাংলা কবিতা: মন খারাপের ছবি

Bengali Poem


হঠাৎ হঠাৎ প্রশ্ন ওঠে,আবেগের নামে,

আগন্তুক যেন তাঁরই কোনো ওপর নাম,

জ্বলন্ত আগুন নিভবে যেদিন এক নিমেষে,

বোঝা যাবে, পুড়তে পুড়তে নিভে যাওয়ার আসল দাম।

মনের ভিতর তখন বইবে কালবৈশাখী,

আমের মুকুল নষ্ট তখন সব বাগানের,

ফাগুন জানে বসন্তের সেই সকল মানে,

অন্তর যা বুঝছে, তা কেবল অন্তরই জানে।

বিপুল থেকে বিপুলতর হোক না সবুজ,

দাবানলের প্রভাব যেন মারাত্মক,

ক্ষতি না হয় হলোই সঙ্গী আমার,

লাভের কাছে রইলাম খানিক ঋণাত্মক।

প্রকাশ করা যে কতখানি গুরুত্বপূর্ণ,

মরম তাঁরই মানে বোঝে অহর্নিশি,

কবিতা কত রসদ যোগায় অবিরত,

অপ্রকাশিত অধিকারবোধ অনবরত।

সময় শেখায় পাহাড় সমান দৃঢ় হতে,

তোমার কাছেই আমার যত দুর্বলতা।

হাসতে হাসতে, দুঃখ গুলোও কাঁদছে কেমন,

মনখারাপের ছবি বোধ হয় দেখতে এমন।।


©মাম্পি মল্লিক


আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:

বসন্ত উপলক্ষ্যে

অভাগা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ