বাংলা কবিতা: আলোকরেখায় দুঃখ
বুকের ভিতর পলি জমে গেছে,
পা-দুটি যেন কিছুতেই সরতে চাইছে না।
দুঃখ চেয়েছো কবিতা লিখবে বলে,
অথচ,কলম যেন দৃঢ় হয়ে থেমে গেছে।
একটা এলোমেলো দৃশ্য-কে ঘিরে ।
মনের ভিতর দিকে যে পথ গেছে,
ক্রমশ দীর্ঘ হয়ে, তাতে পড়েছে,
পায়ের ছাপ শিলালিপির মতো,
কবিতাদের মৃত্যু হয় না কোনোদিন।
কিভাবে জানা যায় না তবে,
সূর্যের রং প্রতিদিন বদলে ফেলা যায়,
কেবল দুঃখের আরাধনা করে।
চাঁদ যখন ছাদের কাছে-পিঠে,
এসে পড়ে, কবিতাকে আরও সুন্দর মনে হয়।
কবিতা এসে জানায়, সংগৃহিত দুঃখে ,
জোনাকিদের আলো মেশাতে পারো,
তবে, জ্যোৎস্না মিশিও না,
" আমার বড় দুঃখ হয়, দুঃখ হয়!"
©মাম্পি মল্লিক
আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:
0 মন্তব্যসমূহ