বসন্ত উপলক্ষ্যে

আজকের লেখা: বসন্ত উপলক্ষ্যে

Bangla Kobita


বসন্তের সমাগমে কত কবি আসছেন দলে দলে, 

আর একদল শিশু বাটি হাতে নিয়ে বসে আছে,

দলছুট হয়ে একটি শিশু এক কবিকে জাপটে ধরলো,

কবি বিষয়টি পর্যবেক্ষন করতে একটু ঝুঁকে 

শিশুটির কানের পাশে গিয়ে জিজ্ঞাসা করলেন,

"কী হয়েছে বাবা ?"

শিশুটি  কিছু বলতে পারলো না শুধু চোখের জলটুকু 

মুছে আবারও জড়িয়ে ধরলো কবিকে ।

কবি এবার শিশুটিকে নিজের কোলে তুলে নিলেন এবং 

চলতি পথের পাশেই একটি শিমুল গাছের তলায় শিশুটিকে 

নিজের কোলের উপরে বসিয়ে কিছুক্ষন ধরে মাথায় হাত 

বুলিয়ে দিলেন । এবার শিশুটি একটু শান্ত হয়েছে এবং

কবির দিকে চেয়ে একটু একটু হাসছে ।

 কবিদল ততক্ষনে সেই পথ অতিক্রম করে ফেলেছেন এবং

তাঁদের পিছু পিছু হেঁটে গিয়েছে শিশুরাও ।

কেবল দলছুট কবি ও শিশুটি তখনও 

শিমুল গাছের তলায় বসে আছে ।

কবি এইবার শিশুটিকে শান্ত হতে দেখে 

প্রশ্ন করলেন, "কী নাম তোমার ?

তুমি এভাবে কাঁদছো কেন ?"

শিশুটি এতক্ষনে জবাব দিলো, "আমার নাম জীবন,

আমি মানব সম্প্রদায়ের বাসিন্দা, আর আমার সবচেয়ে 

প্রিয়জন যে তোমার কাছে তাই এইরকম ভিক্ষুকের 

মতো তোমার পায়ের কাছে এসে পড়েছি ।

বসন্ত যে আমাদের ভীষন প্রিয়, বসন্তের সৌন্দর্য বা বসন্তের 

বিষাক্ত বাতাস সবটা যে কবিতা ছাড়া অসম্পূর্ণ"

এ কথা শোনার পরে, কবি মাটিতে পরে থাকা একটি 

শিমুল ফুল তুলে নিয়ে জীবনের বুক পকেটে পুরে দিলেন ।

জীবন জিজ্ঞাসা করলো, "কবি তুমি কবিতা না দিয়ে শিমুল ফুল দিলে যে?"

কবি হেসে জবাব দিলেন, "তোমাকে এক বছরের কবিতার রসদ দিলুম জীবন,

আগামী বসন্তে এই শিমুল গাছের কাছেই ফিরে এসো "

©মাম্পি মল্লিক


আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে: 


সময়ের মত করে

অভাগা 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ