সময়ের মত করে

বাংলা কবিতা: সময়ের মত করে

Bangla Kobita


 ওপর-ওপর তাকিয়ে দেখুন,

সাজানো, টিপ-টপ,

নিমজ্জিত হলে পরে,

নোংরা ভীষন - সব।


পাঁকে-কাদায় মাখামাখি,

মানুষ-ফানুস-মন,

জীবন-বিমায় থাকছে এখন,

সম্বলিত সেলফোন।


আমি শুধু দেখতে দেখতে ,

দূরত্বের মাপ রাখছি,

অদৃশ্যটুকু হওয়া বাকি,

হব কখন ভাবছি।


আগের মত পারছি না আর,

হাত-পা ছুঁড়ে কাঁদতে,

 অচেতনে ভুলেই গেছি,

নতুন ভাবে বাঁধতে।


চাইছি না আর আঁকড়ে,

কিছু শক্তভাবে ধরি,

আমি ভীষণ দুর্বল,

শক্তির অভাব বোধ করি।


তাই, ওপর-ওপর যত্নে রাখা,

সাজানো,টিপ-টপ,

নিমজ্জিত হয়েছেন কি,

নোংরা ভীষন সব।।


©মাম্পি মল্লিক

 

আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে: 

শীত-কাতুরে

কবির দেখা

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ