কবির দেখা

বাংলা কবিতা: কবির দেখা

Bangla Kobita


মুহূর্তে মুহুর্তে জন্ম নিয়ে চলেছে কবিতাগুলো,

শুধুমাত্র বেশির ভাগেরই বোধ হয় ভাগ্য খারাপ

যে তাঁরা, রাতের আঁধারে কাঁদতে পারেনি,

শুধু ফুঁপিয়ে ফুঁপিয়ে ঘুমিয়ে পড়েছে।

আর ভোর হতে কি দেখা গেছে জানেন?

দেখা গেছে তাঁদের নিথর দেহ, ছড়িয়ে-ছিটিয়ে

পড়ে আছে, পড়ে আছে পথে-ঘাটে কিংবা

ঘরের আনাচে-কানাচে।। 


কবি সম্প্রদায় তাঁদের সেই দেহগুলোকে

নিয়ে আবারও যাচাই করছে, দেখতে দেখতে 

তাঁরা মহামারীর দিকে অভিশাপ ছুঁড়ে দিচ্ছে,

কিছু ভীতু রাজা, সেইসব অভিশাপ মুছে ফেলতে

চেয়ে যজ্ঞের আয়োজন করেছে।।

কিছু নাগরিক তাতে শামিল হয়েছে,

থেকে থেকে ফিক-ফিক করে হাসছে তাঁরা,

কেউ বা প্রচন্ড ক্ষুব্দ স্বরে চিৎকার করছে,

কেউ বা সেই যজ্ঞের সানিধ্য এড়াতে,

সজোরে খিল এঁটেছে দরজাতে।।


ভিতরে কারা যেন ঝড়ের কথায় ভয় 

পেয়েছে,  ভয় পেয়েছে কবিতাদের

 এই  অকালপ্রয়ানকে সামনে দেখে,

এক কবি তার কলম সমান অস্ত্র তুলে,

রাজার কাছে বলছে সবটা,

জীবন ভুলে।।


©মাম্পি মল্লিক

 

আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে: 

যেন খুব কাছে তবু ছোঁয়া যায় না

মৌনতা নিপাত যাক

 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ