যেন খুব কাছে তবু ছোঁয়া যায় না

বাংলা কবিতা:  যেন খুব কাছে তবু ছোঁয়া যায় না


Bangla Kobita


এক-আধবার ইচ্ছে হয় ,

সাধ জাগে, মনে, হিজল

কিংবা তমাল ঘেরা বনে,

বেড়াতে যাবো।

সঙ্গে নেবো একটা কলম,

যার জঠরে সুপ্ত আছে,

তুমি, আমি কিংবা আগামী।

সবুজ ঘাসে ভেসে যাবে,

পায়ের পাতা, 

শহর তখন অনেক দূরে,

হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাবো,

চোখটা আধ-বুজে ফেলেও,

তোমায় আমি দেখতে পাবো।

ব্রহ্মরন্ধ্র সায় দিয়েছে,

জানতে আমার নেইকো বাকি,

সহস্রবার সামলে নিয়েও,

বারে-বারে পড়ছি ফাঁকি।

তাই এসেছি অচিনপুরে ,

ঘড়ির পথে উল্টো ঘুরে,

খুব কাছেই রাখছি আমি,

না ছুঁয়ে হয়েছি সংযমী।।


©মাম্পি মল্লিক

আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে: 

মৌনতা নিপাত যাক

আজ বিদায়ের মেহফিল

 

 









একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ