যাদের মাথা-মুন্ডু নেই

বাংলা কবিতা:  যাদের মাথা-মুন্ডু নেই

Bengali Poems


পৃথিবীর গতিবিধি বুঝেছি,

আজ এই ক্ষণিক সময় আগে,

হিসেবে মেলেনি যা, তা থেমেছে,

তোমার প্রতি রাখা অনুরাগে,

খাতাতে নিহিত কত-শত,

ছিটেফোঁটা, অপারগ ইচ্ছে,

কলকাতার বাসগুলোর ডাকে,

যেন তাঁরাই সাড়া দিচ্ছে।

এই আকাশ নীল নয়,

সাদা নয় মেঘ-মন,

শব্দতেই রাখা আছে,

দুর্বল ব্যাকবোন।

তুমি-তোমার-তুমিতেই,

আমি-আমার-আমিও,

কিভাবে ঠিক শুরু হতো,

আর একবার জানিও।

শেষবেলা নেই আর,

রং-রুটে দিলে ছুট,

কিভাবে ঠিক মেনে নিলাম,

হয়ে গেলাম দলছুট।

দিন-দুপুর-সন্ধ্যে,

রাতের একলা ঘরেতে,

টেলিফোন-এ কথা হবে,

আমাতে-ঈশ্বরেতে?

-মাম্পি মল্লিক

আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:

ভালো থেকো বেথুন

ঝাপসা যেটুকু হয়

 

 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ