বাংলা কবিতা: ভালো থেকো বেথুন
আজও কলেজের পরে ফিরলাম বাড়ি,
পেড়িয়ে এলাম চেনা মুখদের সারি,
ডিগ্রি শব্দটা নিজেই এত ভারি,
পা চালালাম , পাড় হলাম ট্রামলাইনের গাড়ি,
দূরত্বে কত কি বাকি রয়ে গেছে,
সময়ে ভাঁজে আগলে রয়ে গেছে,
শেষ হয়ে গেছে কাজের-অকাজের ঝকমারি।
"কাল কিন্তু চলে আসিস তাড়াতাড়ি"
থেমে গেছে সেসব কথা রকমারী।
"আর একটু থাক" ক্লাসরুমের ডাক,
বিকেলটা আজ ও রং বাহারি,
আর ঠিক কবে, জানি না,
দেখা হবে কি না হবে,
আশাটুকু রেখে গেলাম চারাগাছে,
আশা করি আবারও দেখা হবে তাড়াতাড়ি....
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ