বাংলা কবিতা: যুগান্তর
মা এর আগমন হতে আর মাত্র কয়েকটা মুহূর্ত।
সময়ের আগে, অথবা সময়ের সঙ্গেই হয়তো,
আমরা সকলেই কম-বেশি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা
করে রয়েছি।
মুহূর্ত গুলো আজকাল ক্যামেরা বন্দী হতে বোধ হয়,
একটু বেশিই পছন্দ করে থাকে,
দিনলিপিতে কটা শব্দ রোজই থাকে।
আজ তাই আছে।
দিনমজুর আমরা, শরীরের রক্ত, শক্তি
সবটা বিক্রি করি, অন্যের হাতে,
সময়ের অধীনে ক্রীতদাস মাত্র।
সত্যি বলতে বাস্তবে দাঁড়িয়ে,
অনুভূতিদের দুঃখে থাকতে দেখেও,
আমাদের চুপ থাকতে হয়।
মুখ বুজে।।
তাই আজ আরও বেশি
করে, ছোট বেলায় নতুন জামা ,
পাওয়ার কথাগুলো আরও বেশি,
করে মনে পড়ে যায়।
আরও অনেক কিছুই মনে
পড়ে সঙ্গে, শুধু ক্লান্তির
ছাপটা আরও একটু বেশি,
জায়গা করে নেয় চোখের নীচে।
ভালো আছিস তো?
কথাগুলো যেন বড্ড কানে বাজে,
যখনই মনে হয়,এভাবে
আর কতদিন?
তখনই, আর কোনো উত্তর ,
খুঁজে পাই না।
সময়ের হাতে হাত রেখে,
যাত্রাপথের নকশা ধরে হাঁটতে থাকি........
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ