দুশ্চিন্তা


Bangla Kobita



 মনে আছে আজও, পৃথিবীর বুকের 

ওপর তোর আর আমার বাড়ি যদি পাশাপাশি হতো,

কতই না ভালো হতো, মুহূর্তের মধ্যেই,

ছুটে যেতাম ছাদে,কিংবা ধর রাতের একটুকরো

চাঁদ আর আমরা, আরও ভালোবাসা,

কতগুলো স্বপ্নের ভাঁজে যারা বাস করে,

আমার, এই দ্বিমেরুর পৃথিবীতে কত রং,

কত ছবি, কত নীল, কত লাল যেন,

চোখ ঝলসানো।।

ইতিহাস বলে, প্রেমের দুপুর নাকি নিদ্রাহীন,

আর রাত হলো পেঁচা।

ইতিহাস পড়েছি ঠিকই আমাদের মতো,

আরও অনেকের ছবি ধরা আছে তাতে।

কত ব্লেডের দাগ তাতে, গা শিরশির করে,

মনে হয় চোখ বুজে থাকি,

অনুভূতিদের ভাসিয়ে দিই,

মায়া করে কি হবে?

শুধুই তো যন্ত্রনা,

চার দেয়ালের মাঝে ক্ষনিকের 

গোঙানি, তাও খুব সাবধানে,

দেওয়ালেরও কান আছে।

শব্দের ভিড়ে, দেখা যায় না

কেনো কিছুই।

অভাবের কারণেই তাই

বারেবার, ছুটে যাই,

ছুঁতে চাই, এক-একটা মানুষ 

বড্ড একা, তাঁদের চাহিদাও

খুব সামান্য, ভালোবাসা।

একটুখানি ভালোবাসা।

এই হত-দারিদ্র্যতার হয়তো,

কোনো সমাধান হয়না,

কেন হয় না ?

সাদা ফুলের মালাই

কি সামান্য একটু ভালোবাসার 

পরিবর্তে একমাত্র পাওনা?

©মাম্পি মল্লিক


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ