বাংলা কবিতা: আরো দম লাগবে দৌড়তে
আরও দম লাগবে দৌড়তে,
পথ যে কাঁচা মাটির নয়,
সহজে আঘাত পাবে না, বরং
আঘাত করবে বারে-বারে,
নদীর ধারে মরীচিকা দেখাবে,
তোমার স্বপ্নের, এক প্রস্থ,
সন্ধান এনে দেবে আর,
সেগুলোর মাঝে রেখে
দিয়ে যাবে কাঁচ, কাঁকড়,
কাঁটাতার।।
তুমি আঘাত পাবে, চোট পাবে,
রক্ত বেরিয়ে, রক্তাল্পতাও ঘটতে পারে,
লজ্জা, ঘৃণা, ভয় সকলে মিলে তাঁদের
জমিতে অস্ত্র হাতে প্রস্তুত,
ওদের লক্ষ্য তুমি, তোমাকে দম নিয়ে
দৌড়তে হবে।তৃষ্ণ| মেটাবে
কিভাবে?জল না,
সাফল্যে মিটবে তৃষ্ণ|।
আরও দম লাগবে দৌড়োতে।
সাফল্যের সীমার কাছে পৌঁছতে।
নিঃশ্বাসে বিশ্বাসটুকু রেখে,
শুধু দৌড়ে যেতে হবে।
অন্দরে হয়তো একটা,
ক্রমবর্ধমান তুফান থাকবে,
থামিয়ে দিও না নিজেকে,
থেমে যাওয়া পাপ,
তাই হাঁপিয়ে গিয়ে,
মাঝে মধ্যে দম নিও,
আরও দম লাগবে,
দৌড়তে।।
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ