বাংলা কবিতা: শব্দদল এলোমেলো
অনুমতি ছাড়াই আজ ইচ্ছেরা প্রশ্রয় পেয়েছে,
নীল-সাদা রং আজ মিশে গেছে অন্ধকারে,
বাকি যেটুকু বাকি রয়ে গেছে , তা অন্তরই জানে,
গ্রামোফোন বেজেছিলো শুনেছো?
"আজ জানে কি জিদ না কারো...."
আমি একাধিক বার মন দিয়ে শুনেছি তা।
পৃথিবী, সমুদ্র, পাহাড় সব কিছু থেকে রং,
যেন ধুয়ে মুছে গেছে, জল আর আকাশের মাঝে যদি,
কোনো তফাৎ থেকে থাকে তবে জানবে তা জাগতিক।
তুমি আর তোমার মাঝে যদি কোনো বিভেদ,
বাকি রয়ে যায়, তবে তুমি জানবে তা আন্তরিক।
মন তুমি আমাকে সত্যি বলেছিলে বারেবার,
আঘাত আর আঘাত আজ আমি বড়ই ক্লান্ত।
দিনের আকাশে যতটুকু মেঘের সঞ্চার হয়েছিলো,
এখন আর তা নেই,এখন শুধুই নীল সবটা,
আর তারই মধ্যে একটা সুখময় কালো।
দিশেহারা এক ঝাঁক পাখি উড়ছে এলোমেলোভাবে,
আমি চোখ মেলে চেয়ে আছি তারাদের দিকে,
উত্তর চাইনি কোনো, শুধু হেসেছি, নেশায় বিভোর হয়ে।
'আমি ভালোবাসি'-এই কথা বলার দায় আমি,
নেবো না কোনোদিন, তাই উত্তর দিয়েছি,
কিছু কবিতা, কিছু শব্দ, কিছু মুহুর্ত।।
©মাম্পি মল্লিক
আমার লেখা আরো কিছু বাংলা কবিতা ও লেখা যেগুলো আপনার ভালো লাগতে পারে:
0 মন্তব্যসমূহ