বাংলা কবিতা: চাহিদা লিখে গেলাম
পুড়ে গেছে কত কিছু, আগুনের স্পর্শে,
চাওয়ার মধ্যে চেয়েছি একটুখানি আগুন,
শুধু তাপটুকু নেবো তার, বাকিটা সঞ্চয় করবো,
কিছুটা আলমারিতে, লকারে, কিংবা মনের অন্দরে।
সময় মতো খানিকটা করে বের করে নেবো,
তাপের পরশ মাঝে-মাঝে রক্তের সঙ্গে,
মিশে যাবে, লাল,উত্তপ্ত রক্ত বুকের ভিতরটা,
হুহু করবে না আর তখন, বরং,গরম লোহার
মতোই হয়ে থাকবে। কিছুক্ষন বাদে যখন,
শীতলতা ছুঁয়ে নেবে চিবুক, তখন আবার না-
হয় মনে পড়ে যাবে তোর কথা। দীর্ঘক্ষনের,
এই যাত্রা এক সময় ভঙ্গ হয়ে যায়, তারপর,
সারাটা রাস্তায় পড়ে থাকে শুধু ছাই, আর
পোড়া গন্ধ, আমি সাদা রং নিয়ে ছড়িয়ে
দিতে চেয়েছিলাম, কতবার, কিন্তু,ঢাকা
যায়নি সেইসব পোড়া চিহ্ন, সাদা রঙের
আস্তরণ কালো ঢাকতে পারে নি,মনে
নেই না , সাদা মোমের নীচের কালো অন্ধকার?
সেই কারণেই তো আগুন চাই,যা সবটুকু
অন্ধকার মুছে দিতে পারে।।
©মাম্পি মল্লিক
1 মন্তব্যসমূহ
খুব সুন্দর ।
উত্তরমুছুন