বাংলা কবিতা: কথায় লেখা বাড়ে
যে পাতার রং সবুজ ছিলো,
আমি সেই পাতার থেকে সতেজতার,
সংজ্ঞা চেয়েছিলাম পাইনি।
যে ঘড়ির কাঁটায় বারোটা বেজে,
পাঁচ মিনিট হয়েছিলো, সেই
ঘড়িকেই আমি জানিয়েছি,
হারানো সময় ফিরে পাওয়ার ,
তীব্র আকাঙ্খার কথা।
যে পাখির নীড় ভেঙেছিলো,
তাকে বলেছিলাম কয়েকদিন,
আমার কাছে থাকতে,
যে কথা দিতে চেয়েছিলো,
তাকেই পরে দেখেছি,
অন্য মানুষ ভালোবাসতে।
যে জীবন ধুলো, মাটি নিয়ে,
বয়ে যাচ্ছে, আমি আরও
একবার, চেয়েছি ছুঁতে,
সব হারানো শেষ-কে।
কি হবে, সময়? তোমার ভিতর,
থাকতে পারছি কই?
আমি অসময়ে সমুদ্র
দেখে, সময় পেলে,
তবেই ছুঁই ।।
©মাম্পি মল্লিক
আমি সেই পাতার থেকে সতেজতার,
সংজ্ঞা চেয়েছিলাম পাইনি।
যে ঘড়ির কাঁটায় বারোটা বেজে,
পাঁচ মিনিট হয়েছিলো, সেই
ঘড়িকেই আমি জানিয়েছি,
হারানো সময় ফিরে পাওয়ার ,
তীব্র আকাঙ্খার কথা।
যে পাখির নীড় ভেঙেছিলো,
তাকে বলেছিলাম কয়েকদিন,
আমার কাছে থাকতে,
যে কথা দিতে চেয়েছিলো,
তাকেই পরে দেখেছি,
অন্য মানুষ ভালোবাসতে।
যে জীবন ধুলো, মাটি নিয়ে,
বয়ে যাচ্ছে, আমি আরও
একবার, চেয়েছি ছুঁতে,
সব হারানো শেষ-কে।
কি হবে, সময়? তোমার ভিতর,
থাকতে পারছি কই?
আমি অসময়ে সমুদ্র
দেখে, সময় পেলে,
তবেই ছুঁই ।।
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ