বাংলা কবিতা: বাইশে শ্রাবন
বাইশে শ্রাবন;
ঠিক যেভাবে কোনো,
হিরে অনেক দিন যত্নে,
থেকে ঠিক হারিয়ে যায়,
বাঙালি সম্প্রদায়ও হারিয়ে
ফেলেছিল তাঁদের পরম-প্রিয়,
একখানি হিরে আজকের দিনে।।
জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে,
আবির্ভূত হয়ে, তাঁর চোখ-ধাঁধানো
কিরণ, সমগ্র বিশ্বে যেন তারই
রোশনাই, এই রকমই সৃষ্টিদের
সঙ্গী করে, কিছুটা আলো সঞ্চয়
করে রাখি, যা জ্বেলে তোমার পুজো
করতে পারি প্রতিদিন।
আজ আমার শ্রদ্ধাঞ্জলির
প্রতিটা শব্দ, হোক
তোমার চরণে অর্পিত।।
©মাম্পি মল্লিক
ঠিক যেভাবে কোনো,
হিরে অনেক দিন যত্নে,
থেকে ঠিক হারিয়ে যায়,
বাঙালি সম্প্রদায়ও হারিয়ে
ফেলেছিল তাঁদের পরম-প্রিয়,
একখানি হিরে আজকের দিনে।।
জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে,
আবির্ভূত হয়ে, তাঁর চোখ-ধাঁধানো
কিরণ, সমগ্র বিশ্বে যেন তারই
রোশনাই, এই রকমই সৃষ্টিদের
সঙ্গী করে, কিছুটা আলো সঞ্চয়
করে রাখি, যা জ্বেলে তোমার পুজো
করতে পারি প্রতিদিন।
আজ আমার শ্রদ্ধাঞ্জলির
প্রতিটা শব্দ, হোক
তোমার চরণে অর্পিত।।
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ