বাংলা কবিতা: কিছু শ্রাবনের ছবি
আজ একটা ফুরিয়ে যাওয়া দিন,
শ্রাবণ, তোর পাড়াতেও নেমেছে,
তবে থামে নি কোথাও,
তোর কথা শুনেছে, আর,
আমার কথাও, তারপর,
অনেকগুলো মুহূর্তের,
মধ্যে দিয়ে, শেষে,
পুকুর, নদী আর শহরের,
মাটিতে মিশেছে।
আমি মোটেই এভাবে,
ফিরে পেতে দেখিনি,
গাছেদের, ফুলেদের,
এমনকি, বাড়ির ছাদে,
একলা বসে থাকা পায়রাটাও,
থেমে গেছে শুধু শ্রাবণের,
আহ্বানে। মহেশ্বর স্বয়ং,
নাম দিয়েছেন অনুভবের,
পুণ্যার্থীর কণ্ঠে চলেছে,
তারই পুনরাবৃত্তি।
শ্রাবণ ভেজায়, ভেজে শহর,
নতুন প্রানের আশায়,
সময় ঘুরে শ্রাবন ফেরে,
অপূর্ণ ভালোবাসায়।
©মাম্পি মল্লিক
শ্রাবণ, তোর পাড়াতেও নেমেছে,
তবে থামে নি কোথাও,
তোর কথা শুনেছে, আর,
আমার কথাও, তারপর,
অনেকগুলো মুহূর্তের,
মধ্যে দিয়ে, শেষে,
পুকুর, নদী আর শহরের,
মাটিতে মিশেছে।
আমি মোটেই এভাবে,
ফিরে পেতে দেখিনি,
গাছেদের, ফুলেদের,
এমনকি, বাড়ির ছাদে,
একলা বসে থাকা পায়রাটাও,
থেমে গেছে শুধু শ্রাবণের,
আহ্বানে। মহেশ্বর স্বয়ং,
নাম দিয়েছেন অনুভবের,
পুণ্যার্থীর কণ্ঠে চলেছে,
তারই পুনরাবৃত্তি।
শ্রাবণ ভেজায়, ভেজে শহর,
নতুন প্রানের আশায়,
সময় ঘুরে শ্রাবন ফেরে,
অপূর্ণ ভালোবাসায়।
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ