বাংলা কবিতা: শুভ জন্মদিন কলকাতা
শুভ জন্মদিন কলকাতা |
শুভ জন্মদিন,
আমার শুরু থেকে শেষ হোক,
অক্ষত 'তুমি'-তে,
কিছু রং-চটা শরীরে,
ভালোবাসা জন্মেছে,
ভাঙা দ্বিতলের ভিতরে,
জমা যত শ্যাওলা,
স্বপ্নে হাত ধরুক,
জব চার্নকের,
কারণ আমার,
শুরু থেকে শেষ,
হবে অক্ষত 'তুমি'-তে!
ব্রিজ, বাড়ি, রাস্তা,
ময়দান, গলিতে,
জমে থাক,স্মৃতি-মেঘ,
অক্ষত 'তুমি'-তে;
ভেজা চোখ দেখা পাক,
বারেবার তোমারই!
দীর্ঘায়ু কামনায়,
তোমারই এক,
শুভাকাঙ্খী আমিও।।
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ