বাংলা কবিতা: বৃষ্টিকথা
বৃষ্টিকথা |
শব্দের আশেপাশে ঠিকানা খুঁজে পেতে,
সময় লেগেছিলো সেদিন, আজও একইরকম,
সময় লাগে, উপাদানের জোগান দেওয়ার মতো,
কাওকে দেখতে পাইনা, একমাত্র বৃষ্টি ছাড়া।
ভিজে রাস্তার মাঝে শুয়ে থাকে কত পায়ের ছাপ,
আমি হিসেব রাখি, চোখের কিনারে,জল ছুঁয়ে,
দিলেই যে মুশকিল, অস্পষ্টতা যেন বেঁধে ফেলে,
দৃষ্টি, বৃষ্টি; তুমি কতই না ভিজেছো, আজ আমাকেও
ভেজাও, তোমার নিষ্পাপ বারিধারায়, আজ আমিও
করবো স্নান, যতই বাড়ুক বেলা,হোক 'অবেলা',
ধুয়ে ফেলবো জমা অভিমান!
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ