বাংলা কবিতা: পিলের চমক
অজান্তেই আজ অবাক শহর,
কার্বনের রাজ স্তিমিত,
সূর্যোদয়ে ভাবছে সবাই,
জানছে মন আজ অচিন্ত্য।
ঈশান কোণে মেঘের চমক,
নিত্যদিনের অর্থাভাব,
জমক দেখে চমক ভাবে,
আসছে বোধ হয় সর্বনাশ ।।
©মাম্পি মল্লিক
অজান্তেই আজ অবাক শহর,
কার্বনের রাজ স্তিমিত,
সূর্যোদয়ে ভাবছে সবাই,
জানছে মন আজ অচিন্ত্য।
ঈশান কোণে মেঘের চমক,
নিত্যদিনের অর্থাভাব,
0 মন্তব্যসমূহ