স্বাধীনতা দিবস |
১৯৪৭ সালের,১৫-ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস।ভারতবাসী হিসাবে হয়তো বিগত ৭৪ বছরের সবটুকু ইতিহাস জানা যায়নি,তবে সে ইতিহাসের সঙ্গে যুক্ত সমগ্র সংগ্ৰামীদের উদ্দেশ্য করে আজকে কিছু শব্দ ছুটে আসছে।......
মোদের দেশের দোসর তোমরা,
মাটি,নদী,বায়ুর মতো।
অবাধ ভাবে করেছো দান,
সকল প্রাণে মায়ের মতো।
যেভাবে রোজ ভয়ের মুখে,
ওড়াও সাহস,জলের ন্যায়ে,
সূর্যকিরণ লাগুক দেহে,
হোক তোমাদের আয়ু অক্ষয়।
©মাম্পি মল্লিক
0 মন্তব্যসমূহ